সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | DEV: ‘তৃণমূলকে হারাতে পারে তৃণমূলই’, ঘাটালে নির্বাচনী প্রচারে আত্মবিশ্বাসী দেব

Kaushik Roy | ৩০ মার্চ ২০২৪ ১৪ : ৫৭Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: ‘গব্বর কে তাপ সে তুমহে এক হি আদমি বাচা সাকতা হ্যায়, খুদ গব্বর’, শোলে সিনেমার এই ডায়লগের ধরনেই এবার নির্বাচনী প্রচারে আত্মবিশ্বাসী দেখাল ঘাটালে তৃণমূলের সাংসদ দেবকে। ডেবরায় নির্বাচনী প্রচারে গিয়ে দেবের বার্তা, তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই। ধারেকাছে আর কোনো দল নেই। এর আগে নারায়ণগড়ের সভা থেকেও এই দাবি করেছিলেন অভিনেতা। এবার ডেবরা থেকেও এই দাবি জানালেন তিনি। শুক্রবার ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডেবরা বাজার থেকে ডেবরা অডিটোরিয়াম হল পর্যন্ত রোড শো করেন দেব। রোড শোয়ের শেষে অডিটোরিয়ামে সভা করেন তৃণমূল প্রার্থী। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে আত্মবিশ্বাসী দেখায় দেবকে। তাঁর দাবি. তৃণমূলকে হারানো সম্ভব একমাত্র তৃণমূলের পক্ষেই।




নানান খবর

নানান খবর

সোশ্যাল মিডিয়া